পিরোজপুর থেকে স্বস্তিতেই ফিরছে মানুষ

nothing br

Recent Posts

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১১ জুন ২০২৫

ঈদের ছুটি শেষ না হতেই পিরোজপুর থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তবে সড়কে যানবাহনের চাপ না থাকায় স্বস্তির যাত্রা উপভোগ করছেন তারা। এছাড়া অন্যান্য বছরে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও এবছর তা লক্ষ্য করা যাচ্ছে না।

‎বুধবার (১১ জুন) বিকেলে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে যাত্রীদের ভিড়। তবে তেমন ভোগান্তি নেই। সময় মতো বাস ছাড়ছে, ভাড়া ঠিকঠাক রাখা হয়েছে, আর যাত্রীরাও খুশি।

এবার ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত একটানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। তাই ছুটির শেষ মুহূর্তে হুট করে চাপ এড়াতে অনেকেই আগেভাগে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে পিরোজপুর থেকে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে যেতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে না।

ঢাকা ফেরা রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, যাত্রাপথে খুব বেশি একটা চাপ নেই। ঈদের ছুটি ১০ দিন। তবে ছুটি শেষ হওয়ার আগেই চলে যাচ্ছি একটু আরামে যাওয়ার জন্য। ভাড়া ৬৫০ টাকা করে।

ঈদের ছুটি শেষে গুলিস্তানগামী শাহরিয়ার ইসলাম জাগো নিউজকে বলেন, আমি সবসময় গুলিস্তান থেকে যাতায়াত করি। ঈদের সময় যাত্রাপথের অবস্থা খুবই ভালো। আর ভাড়া বেশি নিচ্ছে না।

বেসরকারি চাকরিজীবী লুৎফর রহমান বলেন, ঢাকা যাওয়ার টিকিট আগেই কেটে রেখেছি। এখানে অতিরিক্ত ভাড়া চার্জ করেনি, আগের ভাড়াই নিচ্ছে।

পরিবহন কর্মী আলিম শেখ বলেন, ঈদের আগে যারা টিকিট কেটে রেখেছেন তাদের সমস্যা হচ্ছে না। যারা এখন এসেছেন ঢাকা যাওয়ার জন্য, তাদের টিকিট পেতে একটু সমস্যা হচ্ছে। আগের যেটা ভাড়া ছিল আমরা সেটাই রাখছি।

পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাকে আইনের আওতায় আনা হবে।

মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।