একঝলক (১১ জুন ২০২৫)

nothing br

Recent Posts

১ / ৩২
সকাল থেকে প্রখর রোদ আর গরম। এর মাঝে ছাতা মাথায় রেললাইন ধরে হেঁটে যাচ্ছেন একজন। রেললাইন ধরে হাঁটা ঝুঁকিপূর্ণ। মোমিনখলা, সিলেট, ১১ জুন
ছবি: আনিস মাহমুদ
২ / ৩২
নরসিংদী থেকে আনা লটকন ঠেলায় করে বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। কদমতলী বাসটার্মিনাল, সিলেট, ১১ জুন
ছবি: আনিস মাহমুদ
৩ / ৩২
সবুজ পাতার ওপর এসে বসেছে একটি প্রজাপতি। চানপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১১ জুন
ছবি: আবদুর রহমান
৪ / ৩২
লাউয়ের খেতে মাচা বানাচ্ছেন দুই কৃষক। বড় নুরপুর, সদর উপজেলা, রাজবাড়ী, ১১ জুন
ছবি: আলীমুজ্জামান
৫ / ৩২
পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে ফিরছেন এক ত্রিপুরা নারী। রুইলুই, সাজেক, রাঙামাটি, ১১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৩২
গাছের ডালে বসে আছে ঘুঘু পাখি। গঙ্গারাম মুখ, রাঙামাটি, ১১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৩২
দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগান দিয়ে যানবাহনের গতি পরিমাপ করছেন হাইওয়ে পুলিশের এক সদস্য। ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকা, রাজবাড়ী, ১১ জুন
ছবি: আলীমুজ্জামান
৮ / ৩২
বর্ষা মৌসুম সামনে রেখে রিকশাভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে মাছ ধরার চাঁই। দিকনগর এলাকা, কানাইপুর, ফরিদপুর, ১১ জুন
ছবি: আলীমুজ্জামান
৯ / ৩২
সবুজ পাহাড়ের রাজ্যে সাদা মেঘের ছড়াছড়ি। মাচালং, সাজেক, রাঙামাটি, ১১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ৩২
রাজশাহীর নন্দনগাছি রেলস্টেশনে চারটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করেন এলাকাবাসী। নন্দনগাছী রেলস্টেশন, রাজশাহী, ১১ জুন
ছবি: শহীদুল ইসলাম
১১ / ৩২
হাঁড়িভাঙা আমের বাগানে ক্ষতিকর কীটপতঙ্গ দমনে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। পাইকারহাট, মিঠাপুকুর, রংপুর, ১১ জুন
ছবি: মঈনুল ইসলাম
১২ / ৩২
বাজারে বিক্রি হচ্ছে দিনাজপুরের মুম্বাই জাতের লিচু। পাবলিক লাইব্রেরি, রংপুর, ১১ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ৩২
ভৈরব নদে বাঁশ ভাসিয়ে বিক্রির জন্য আনছেন একজন। ৫ নম্বর ঘাট এলাকা, খুলনা, ১১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ৩২
গাছের ডালে বসে আছে শালিক পাখি। দেয়ানা, খুলনা, ১১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ৩২
সুপারিগাছে কোটরের কাছে এক পাখি। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ১১ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ৩২
গ্রামের মাঠে ঘুড়ি ওড়াচ্ছে শিশুরা। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ১১ জুন
ছবি: সোয়েল রানা
১৭ / ৩২
সিলেটের নদ-নদী, বিল ও হাওর এখন পানিতে টইটম্বুর। অনেকেই পরিবার-পরিজন নিয়ে নৌকায় ঘুরতে বের হন। বাইশটিলা গ্রাম, শহরতলি, সিলেট, ১১ জুন
ছবি: আনিস মাহমুদ
১৮ / ৩২
তাপপ্রবাহের মধ্যে খেতে কাজের ফাঁকে তৃষ্ণা মেটাচ্ছেন কৃষক। ভাটি সুলতানপুর, রাজবাড়ী, ১১ জুন
ছবি: আলীমুজ্জামান
১৯ / ৩২
মেলায় ঘুরতে এসে খেলনা মোটরসাইকেলে চড়েছে এক শিশু। মুজগুন্নী, খুলনা, ১১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ৩২
গরমে বিলের পানিতে গোসলে নেমে দুরন্তপনায় মেতেছে এই কিশোর। শ্রীফলতলা, রূপসা উপজেলা, খুলনা, ১১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ৩২
প্রখর রোদের মধ্যে চা-বাগানে ছড়ার পানি মুখে ছিটিয়ে শীতল হওয়ার চেষ্টা। দলদলি চা-বাগান, সিলেট, ১১ জুন
ছবি: আনিস মাহমুদ
২২ / ৩২
গরম থেকে বাঁচাতে শিশুকে হাতপাখা দিয়ে বাতাস করছেন অভিভাবক। রেলওয়ে স্টেশন, রাজশাহী, ১১ জুন
ছবি: শহীদুল ইসলাম
২৩ / ৩২
পদ্মা সেতুর প্রকল্প রক্ষা বাঁধের ভাঙন থামাতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ। নাওডোবা, জাজিরা, শরীয়তপুর, ১১ জুন
ছবি: সত্যজিৎ ঘোষ
২৪ / ৩২
দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। হাতপাখা দিয়ে নিজেকে শীতল করার চেষ্টায় তালের শাঁস বিক্রেতা। বাগচিপাড়া, পাবনা, ১১ জুন
ছবি: হাসান মাহমুদ
২৫ / ৩২
প্রখর রোদে খড় শুকিয়ে বাড়ি ফিরছেন একজন। তেলিহারা গ্রাম, বগুড়া সদর, ১১ জুন
ছবি:সোয়েল রানা
২৬ / ৩২
রংপুরে দিনভর ছিল প্রখর রোদ। ছাতা মাথায় দিয়ে শিশুসন্তানকে কাঁধে নিয়ে বাজারে যাচ্ছেন এক ব্যক্তি। পদাগঞ্জ বাজার, মিঠাপুকুর, রংপুর, ১১ জুন
ছবি: মঈনুল ইসলাম
২৭ / ৩২
মাছ ধরতে সমুদ্রে যেতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। ফিশারিঘাট নতুন মাছ বাজার, চট্টগ্রাম, ১১ জুন
ছবি: সৌরভ দাশ
২৮ / ৩২
বর্ষার নদী-নালায় পানি বাড়লে চাহিদা বাড়ে নৌকার। ছয় হাজার টাকায় একটি নৌকা কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তারানগর, কেরানীগঞ্জ, ১১ জুন
ছবি: জাহিদুল করিম
২৯ / ৩২
সড়কের মাঝখানে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। দুই বাসের মাঝখানে মোটরসাইকেল ঢুকে পড়ায় বিপাকে পড়েন তাঁরা। রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা, ১১ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৩০ / ৩২
ধুলার মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে লোকজনকে। কমলাপুরে, ঢাকা, ১১ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৩১ / ৩২
ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ১১ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৩২ / ৩২
পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে ফিরছেন মানুষ। চিরচেনা রূপে ফিরছে রাজধানী। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ১১ জুন
ছবি: মীর হোসেন